স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : প্রয়াত হলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুবল চন্দ্র বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শুক্রবার ফটিকরায় স্থিত নিজ বাসভবনে প্রয়াত হন তিনি।
জানা যায় ১৯৭২ সালে বিলাসপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস দলের হয়ে জয়ী হন। মৃত্যু কালে চার কন্যা ও দুই পুত্র সহ অসংখ্য গুণ মুগ্ধরা রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ চাউর হতেই বাড়িতে এসে উপস্থিত হন কংগ্রেস দলের বিভিন্ন নেতৃত্ব। বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। প্রয়াত বিধায়কের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে।