Saturday, March 15, 2025
বাড়িরাজ্য২৫ ফেব্রুয়ারি জাতীয় সড়ক অবরোধ করার ঘোষণা দিলো আত্মসমর্পণকারী জঙ্গিরা

২৫ ফেব্রুয়ারি জাতীয় সড়ক অবরোধ করার ঘোষণা দিলো আত্মসমর্পণকারী জঙ্গিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : ২৫ ফেব্রুয়ারি বড়মুড়ায় জাতীয় সড়ক অবরোধ করার ঘোষণা দিলো টি ইউ আই আর পি সি। শুক্রবার সংগঠনের সভাপতি তথা আত্মসমর্পণকারী জঙ্গি ডানিয়াল দেববর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বড়মুড়ায় ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিদর্শন করেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ছয়টা থেকে বড়মুড়ায় জাতীয় সড়ক অবরোধ করে তারা আন্দোলন সংঘটিত করবে। সরকার তাদের বলেছিল শান্তি চুক্তির মাধ্যমে দাবি-দাওয়া পূরণ করবে।

সরকারের কাছ থেকে এই আশ্বাস পেয়ে তারা ধারাবাহিক আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসে। অথচ এখন তাদের মধ্যে অধিকাংশের দাবি দাওয়া পূরণ করছে না সরকার। মূলত তাদের বলা হয়েছিল স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসলে সরকার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেবে। এখন সেই সুবিধা মিলছে না তাদের। তাই আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের অধিকার নিতে চাইছে বলে জানান সংগঠনের সভাপতি ডানিয়াল দেববর্মা। আরো অভিযোগ তুলে বলেন, ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তর সঠিকভাবে কাজ করছে না। তাই তাদের সমস্যা আরো বেশি মারাত্মক আকার ধারণ করেছে। তাই আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য