স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি : গত ১২ ফেব্রুয়ারি করবুক মহকুমার নিউ গোমতী এডিসি ভিলেজের গুড়িনঙ পাড়ায় মনকামী রিয়াং নামের এক জনজাতি যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে নতুন বাজার থানার পুলিশ। এই ঘটনার পর মৃত ব্যক্তির সাথে চলাফেরা করা পাঁচজনকে সন্দেহভাজন ভাবে আটক করে নতুন বাজার থানার পুলিশ। কিন্তু ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে যে এই খুনের ঘটনার সাথে তাদের কোন সম্পর্ক নেই।
তাই গত ১২ ই ফেব্রুয়ারি রাতেই শর্ত সাপেক্ষ জামিনের মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এদিকে এলাকাবাসীর সূত্রের খবর মনকামী রিয়াংকে খুন করার পর দুষ্কৃতিকারীরা নিহতের বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দিয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার নিষ্ক্রিয়তার ফলে দুষ্কৃতিকারীরা বাইক নিয়ে বহিঃরাজ্যে পাড়ি দিতে সফল হয়েছে বলে এলাকাবাসীর সূত্রের খবর। রাজ্যের প্রায় সব রাস্তায় নাকা পয়েন্ট বানিয়ে রাজ্য পুলিশের দারোগা বাবুরা যখন ওভারলোড গাড়ি থেকে হাফতা তুলতে ব্যস্ত তখন খুনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীরা বাইক নিয়ে অনায়াসে রাজ্য ত্যাগ করতে পারে। খুনের ঘটনার পর নূতন বাজার থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করলেও বরাবর ন্যায় এই ঘটনায়ও নতুন বাজার থানার গোয়েন্দা শাখার ব্যর্থতা বলে অভিযোগ । যার ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ গুড়িনঙ ব্রু ক্যাম্পের জনজাতিরা। যদিও নতুন বাজার থানার পুলিশ বাবুরা দাবি করছেন খুব সহসাই মনকামী রিয়াং খুনের ঘটনায় মূল অভিযুক্তরা পুলিশের জালে ধরা পড়বে।