স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি : পূর্ব ঘোষণা মোতাবেক রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে তিন ঘণ্টার গন অবস্থান ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের। মূলত ২২ দফা দাবিকে সামনে রেখে এই গনঅবস্থান সংগঠিত করা হয়। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক জানান ডিসেম্বর মাসে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনের পর বৃহস্পতিবার প্রথম তিন ঘণ্টার গনঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ২২ দফা দাবির ভিত্তিতে এই গনঅবস্থান সংগঠিত করা হয়েছে।
সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের দাবি রয়েছে এই ২২ দফা দাবির মধ্যে। তিনি আরও বলেন বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে ধর্মীয় এবং জাতি জনজাতির মধ্যে বিভাজনের সৃষ্টি করে প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে রাষ্ট্রীয় মদতে। তার বিরুদ্ধে এইদিন গনঅবস্থান সংগঠিত করা হয়েছে। দাবিগুলি মূলত বেকারদের চাকুরি নয়তো বেকারদের ভাতা প্রদান করা, জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণ করা, জাতিভিত্তিক লোক গণনা করা, সামাজিক ভাতা বৃদ্ধি করে ছয় হাজার টাকা নির্ধারিত করা।