Sunday, March 23, 2025
বাড়িরাজ্যএইচ ডি এফ সি ব্যাংকের গ্রাহকের সাথে বড়সড় প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য

এইচ ডি এফ সি ব্যাংকের গ্রাহকের সাথে বড়সড় প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি : উদয়পুর এইচ ডি এফ সি ব্যাংকে গ্রাহকের সাথে বড়সড় প্রতারণা করার অভিযোগ উঠল ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। মোট চারটি মামলা করেছে গ্রাহকরা। তদন্তে নেমে এই মামলার আয়ু হয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক এবং গোটা তদন্ত প্রক্রিয়া দিকে নজর রাখছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক সাংবাদিকদের সাক্ষাৎকারে জানান, এখনো পর্যন্ত ৮২ লক্ষ টাকার দুর্নীতি সামনে উঠে এসেছে।

এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিককে। পুলিশ তদন্ত নেমে যতটুক ধারণা করতে পেরেছে এই মামলার পেছনে জড়িত রয়েছে বেশ কয়েকজন। গ্রাহকের টাকা গায়েব করার সাথে জড়িত দুই মহিলাও রয়েছেন। সুনিতা দত্ত নামে এক মহিলা গ্রাহক মামলা করার পর এই বিষয়টি সামনে উঠে এসেছে। উদয়পুর গ্রাহকের টাকা উধাও নিয়ে রীতিমতো চঞ্চল সৃষ্টি উদয়পুর জুড়ে। উল্লেখ্য, রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি ব্যাংক।

রাজ্যে ব্যবসা করতে এসে কিছু ব্যাংকের কর্মীরা গ্রাহকদের কাছ থেকে বাঁকা পথে পয়সা কামানোর ধান্দাও হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। গ্রাহকদের পকেট কাটার ধান্দা খোঁজার পাশাপাশি এবার প্রতারণার ফাঁদে ফেলার কৌশল খুঁজছে এইচডিএফসি ব্যাঙ্কের কর্মীরা। ফলে ব্যাংক গুলির উপর থেকে মানুষ ভরসা হারাচ্ছে। যাইহোক বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকে ভিড় বাড়ছে গ্রাহকদের। গ্রাহকদের সন্দেহ টাকা সুরক্ষিত রয়েছে কিনা। কেউ কেউ ব্যাংক থেকে টাকা তুলে নিতে আসে এদিন। এমনটাই খবর বিশ্বস্ত সূত্রে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য