স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি : গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানা তৈবান্দাল নেওরামুড়া গভীর জঙ্গল থেকে উদ্ধার করল শুকনো গাঁজা। পুলিশের ধারণা ১০-১২ দিন আগে এই গাঁজা গুলি ক্ষেত থেকে কেটে শুকিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রেখেছিল। গভীর রাতে গাঁজাগুলি পাচার করার উদ্দেশ্য ছিল।
কিন্তু তার আগে মেলাঘর থানার কাছে গোপন খবর আসে দক্ষিণ তৈবান্দাল নেউড়ামুড়া গভীর জঙ্গলে বস্তা ভর্তি শুকনো গাঁজা লুকানো রয়েছে। বুধবার রাতে মেলাঘর থানা এবং তৈবান্দাল ফাঁড়ির পুলিশ গভীর জঙ্গল থেকে গাঁজা গুলো উদ্ধার করে মেলাঘর থানা নিয়ে আসে। উদ্ধার হওয়া গাঁজা গুলির বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকার অধিক হবে বলে জানান মেলাঘর থানার ওসি দেবাশীষ সাহা।