স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : প্রদেশ কংগ্রেস ও সেবা দলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার উদয়পুরে অনুষ্ঠিত হবে জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার রাজ্য সফরে এলেন সর্ব ভারতীয় সেবা দলের মুখ্য অরগেনাইজার লালজি দেসাই। রাজ্য সফরে এসে বুধবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাড়িয়ে ডঃ বি.আর আম্বেদকরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার পর দেশ জুড়ে জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান কর্মসূচি শুরু হয়।
তিনি আরও জানান বর্তমানে চোরেরা দেশকে লুটছে। মনিপুরের সমস্যার জন্যও তিনি দেশের বর্তমান সরকারকে কাঠগড়ায় তুলেন। পাশাপাশি তিনি বলেন বিজেপি গুন্ডা বাহিনী দিয়ে ত্রিপুরা চালাচ্ছে। গুন্ডাগিরি দেশজুড়ে চলছে বলেও দাবি করেন তিনি। ত্রিপুরা রাজ্যের বেকার সমস্যা নিয়ে রাজ্য সরকারকে কাঠ গড়ায় তুলেন তিনি। তিনি অভিযোগ করেন বিরোধীদের দাপিয়ে রাখার চেষ্টা করছে শাসক দল। তিনি আরো বলেন, সারা দেশের মতো ত্রিপুরাতেও ভারতীয় জনতা পার্টির গুন্ডামী চলছে। বিশেষ করে, সংবাদ মাধ্যমের পর্যন্ত স্বতন্ত্র পর্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা পর্যন্ত স্বাধীনভাবে খবর প্রকাশ করতে পারছে না। তাই এর বিরুদ্ধে এবং জনগণের স্বার্থে কংগ্রেসের আন্দোলন চলবে বলে জানান তিনি।