স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : শনিবার কাঞ্চনপুরে এক গুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী রতনলাল নাথ। এইদিন লালজুরি আর ডি ব্লকের নবনির্মিত দ্বিতল ভবন, ,উজান মাছমারা কৃষি দপ্তরের নবনির্মিত ১ হাজার মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন গোডাউন, পশু পালন দপ্তরের ভেটেরিনারি ডিসপেনসারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ।
পাশাপাশি তিনি এইদিন বিকালে কাঞ্চনপুরে মহকুমার ভিত্তিক সবজি, পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা এবং পিঠা পুলি মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথের সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, এডিসির সদস্য শৈলেন্দ্র নাথ, স্বপ্না রানী দাস, লালজুড়ি আর ডি ব্লকের বিডিও সৌরভ আল আমন সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে ২ টি পাওয়ার টেইলর, ২০ টি ব্যাটারি অপারেটিভ প্রিয়ার, ১৫০ টি ম্যানুয়াল পুডিং উইয়ার, ৩০ টি পাওয়ার উইডার, ২০ টি গ্লাস কাটার মেশিন সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন পৃথিবীর সকল সম্পদ লাল জুরিতে দেওয়া হলেও পর্যাপ্ত হবে না, যদি না মানুষকে আত্মনির্ভর করা না যায়। প্রধানমন্ত্রী সর্বদা এই কথা বলেন। তাই বর্তমান সরকার মানুষকে আত্মনির্ভর করার উপর গুরুত্ব দিয়েছে।