Sunday, March 23, 2025
বাড়িজাতীয়জঙ্গিদের সাহায্য! উপত্যকায় সরকারি চাকরি থেকে বহিষ্কৃত শিক্ষক, কনস্টেবল-সহ ৩

জঙ্গিদের সাহায্য! উপত্যকায় সরকারি চাকরি থেকে বহিষ্কৃত শিক্ষক, কনস্টেবল-সহ ৩

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি : সরকারের কাছ থেকে বেতন নিয়ে জঙ্গিদের সাহায্য! এমনই অভিযোগে জম্মু ও কাশ্মীরে ৩ সরকারি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ উপরাজ্যপাল মনোজ সিনহার। জঙ্গিযোগের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, পুলিশ কনস্টেবল, শিক্ষক ও বনদপ্তরের এক কর্মীকে। শুধু চাকরি থেকে বহিষ্কার নয়, গ্রেপ্তারও করা হয়েছে অভিযুক্তদের। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে উপত্যকায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই তিনজন হলেন ফিরদৌস আহমেদ ভাট (পুলিশকর্মী), মহম্মদ আসরফ ভাট (শিক্ষক), নিসার আহমেদ খান (বনকর্মী)। অভিযুক্তদের বরখাস্ত করার পর সরকারের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, ‘যদি কেউ এই দেশের খেয়ে-পরে এই দেশের সঙ্গেই বেইমানি করে তবে তাঁকে রেহাত করা হবে না। কড়া শাস্তি অপেক্ষা করছে অপরাধীদের জন্য।’ তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, পুলিশকর্মী ফিরদৌস ২০০৫ সালে যোগ দিয়েছিলেন স্পেশাল পুলিশ ফোর্সে (এসপিও)। ২০১১ সালে কনস্টেবল পদে পদোন্নতি হয় তাঁর। ২০২৪ সালে লস্কর যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে। ২০২০ সালে উপত্যকায় আশরফ ভাট নামে এক সাব ইন্সপেক্টরকে খুন করেছিল জঙ্গিরা। অভিযোগ, সেই ঘটনায় জঙ্গিদের সাহায্য করেছিলেন ফিরদৌস।

এছাড়াও ২০০০ সালে চামারানে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক মন্ত্রীর। সেই হত্যাকাণ্ডে পাওয়া যায় হিজবুল মুজাহিদিন যোগ। ঘটনার তদন্তে জানা যায়, নাসির আহমেদ খান এই হত্যাকাণ্ড চালাতে জঙ্গিদের সমস্ত রকম সহযোগিতা করেছিলেন। পাশাপাশি পেশায় শিক্ষক মহম্মদ আসরফ ভাট লস্কর ই তইবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ কাসিমের হ্যান্ডেলার হিসেবে পরিচিত।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসকে নির্মুল করতে কোমর বেঁধে নেমেছে সরকার। উপত্যকার উপরাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর ‘সন্ত্রাসের ইকোসিস্টেম’ পুরোপুরি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মনোজ সিনহা। সন্ত্রাস নির্মুল করতে আরও নির্দয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গত ১৩ ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক বৈঠকে উপরাজ্যপাল নির্দেশ দেন, ”যারা সন্ত্রাসকে সমর্থন করছে ও অর্থ সাহায্য করছে প্রত্যেককে এর মূল্য চোকাতে হবে। গোয়েন্দা বিভাগকে আরও তৎপর হতে হবে।” দক্ষতার সঙ্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীকে অ্যাকশনের বার্তা দেন তিনি। গত বছর জঙ্গি যোগের অভিযোগে এমন ৭০ জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য