Friday, March 21, 2025
বাড়িরাজ্যন্যায্য মূল্য পাচ্ছে না শ্রমিকরা, সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি তুললেন তারা

ন্যায্য মূল্য পাচ্ছে না শ্রমিকরা, সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি তুললেন তারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : সুশাসন জামানায় মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা ৭ বছরে দুবার কয়েকগুন বৃদ্ধি পেলেও শ্রমিক কল্যাণে বৃদ্ধি পাচ্ছে না বেতন ভাতা। শুধু মন্ত্রী বিধায়কদের বেতন বাড়লে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। আর্থিক বৈষম্য দূর করতে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি ও সরকারি কর্মচারীদের ডি এ বাড়ানোর সাথে সাথে সাধারণ শ্রমিকদের কথাও মাথায় রাখতে হয় সরকারকে। শ্রমিকের নিয়ে সুশাসন বাস্তবায়ন করা কঠিন।

এরই অন্যতম উদাহরণ হয়ে উঠলো খাদ্য দপ্তরের অধীন অরুন্ধতী নগর সেন্ট্রাল স্টোরের শ্রমিকরা। তাদের বক্তব্য, দীর্ঘ ২০ বছর ধরে খাদ, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধীনে অরুন্ধতী নগর সেন্ট্রাল স্টোরে কর্মরত দৈনিক হাজিরা কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্যের দাবিতে শনিবার বিক্ষোভে শামিল হয়। দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করা এই কর্মীদের অভিযোগ, বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের উপার্জন অত্যন্ত কম। তারা জানান, দৈনিক হাজিরার সীমিত উপার্জনে সংসার পরিচালনা করা দুঃসাধ্য হয়ে উঠেছে। তাই ছুটির দিন সহ মাসের পূর্ণাঙ্গ হাজিরা মজুরি প্রদান করার দাবিতে তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

কর্মীদের মতে, তাদের স্থায়ী কোনো আর্থিক নিশ্চয়তা নেই। তাদের একমাত্র চাওয়া, প্রশাসন যেন মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তারা আরো জানিয়েছেন বিভিন্ন সময়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তর ও দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে তাদের দুর্দশার কথা জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। অথচ দাবি পূরণ হবে বলে দপ্তর থেকে কোন সদুত্তর দেয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য