Thursday, April 18, 2024
বাড়িরাজ্যবিশ্ব হিন্দু পরিষদের মিছিল ২১ শে

বিশ্ব হিন্দু পরিষদের মিছিল ২১ শে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : সম্প্রতি বাংলাদেশের কুমিল্লা সহ বেশ কিছু স্থানে দুর্গাপূজাকে কেন্দ্র করে অষ্টমীর দিনে ধর্মীয় সহিংসতায় উদ্বিগ্ন বিশ্ব হিন্দু পরিষদ। বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালি সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যেভাবে দুর্গা মূর্তি ভাংচুর ও মন্দির, আশ্রম ধবংস করা হয়েছে তাতে তীব্র নিন্দা জানালো বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা।

সোমবার শঙ্কর চৌমুহনী স্থিত গীতা ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। এখনো পর্যন্ত সাত জনকে হত্যা করা হয়েছে। এখনো এই আক্রমণ অব্যাহত রয়েছে। গোটা রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি করার ঘোষণা দেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক শঙ্কর রায়। সোমবার দক্ষীন জলায় এই প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পশ্চিম, খোয়াই, উত্তর জেলায় প্রতীবাদ কর্মসূচি সংগঠিত করার ঘোষণা দেন তিনি।

পশ্চিম জেলায় ১০ হাজার মানুষকে নিয়ে প্রতিবাদ র‍্যালি সংগঠিত করা হবে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক শঙ্কর রায়। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষিত রাখার দায়িত্ব নিতে হবে সরকারকে। একই সঙ্গে দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তিনি। আগামী দিনে শক্ত প্রতিবাদ করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়। বিভিন্ন সংগঠনের প্রতিবাদ জানিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদও তাদের পাশে রয়েছে বলে জানান তিনি। এছারা অক্টোবর মাসে অনুষ্ঠিত বাংলাদেশ চলচিত্র বয়কট করার আহ্বান জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য