Friday, July 25, 2025
বাড়িরাজ্যআত্মসমর্পণ করল এন এল এফ টি জঙ্গি নেতা

আত্মসমর্পণ করল এন এল এফ টি জঙ্গি নেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের শাল বাগান স্থিত প্রধান কার্যালয়ে সোমবার আত্মসমর্পণ করে এন এল এফ টি- সক্রিয় সদস্য জাইবা কলই ওরফে লিটন জমাতিয়া। তিনি দীর্ঘ ২৩ বছর যাবৎ এন এল এফ টি-  বি এম গোষ্ঠীর কামাডেন্ট হিসাবে কাজ করত জাইবা। ১৯৯৮ সালে মাত্র ২৩ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে জঙ্গি দলে নাম লেখায় সে।

তার বাড়ি গোমতি জেলার অম্পি থানার অন্তর্গত হাল্লুবারি। জঙ্গী সংগঠন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা জাইবা কলইকে স্বাগত জানান আই জি বি এস এফ সুশান্ত কুমার নাথ। পরে সাংবাদিকদের সম্মেলন করে আই জি সুশান্ত কুমার নাথ জানান ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এন এল এফ টি-র ২৩ জন সদস্য বি এস এফ -র কাছে আত্ম সমর্পণ করেছে। তারা বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। আত্মসমর্পণ পর্বে জাইবা কলই -এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ছেলেকে ফিরে পেয়ে হাসি ফুটেছে তার মায়ের মুখে। কোন দিন ছেলেকে ফিরে পাবেন বলে তার স্বপ্ন দেখা বন্ধ হয়ে গিয়েছিল বলে জানান। জাইবা কলইয়ের স্বাভাবিক জীবনে ফিরে আসাকে স্বাগত জানান তাঁর মা। বিএসএফ জওয়ানরা আশাবাদী এভাবে অন্যান্য জঙ্গী সদস্যরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!