স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : প্রধান শিক্ষককে জুতো পেটার প্রতিবাদে সুবিচার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা গত ১০ ফেব্রুয়ারি ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, সোমবার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় সংগীত শেষে বিদ্যালয়ে আসে চার ছাত্র-ছাত্রী। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস ছাত্র-ছাত্রীদের প্রবেশে বাঁধা দিয়ে বলেন, নির্ধারিত সময়ের পর স্কুলে না আসায় প্রবেশ করতে পারবে না। তারপর চার ছাত্র-ছাত্রী মধ্যে পূজা নাথ নামে এক ছাত্রীর মা সুমতি বর্ধন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জুতো পেটা শুরু করে বলে অভিযোগ।

খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে ছুটে এসে অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে এদিন বিদ্যালয় পরিচালন কমিটি ঘটনাটি মিমাংসার উদ্যোগ গ্রহন করেন। সাথে অভিযুক্ত মহিলাকেও এদিন বিকেলে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর আই এস অফিসারের নিকট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বিচার প্রার্থী হন। এই খবর চাউর হতেই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে চাঁদপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের সুবিচার চেয়ে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের চাঁদপুর এলাকায় অবরোধ করে বসে। জাতীয় সড়ক অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তিনি অবরোধকারী ছাত্র ছাত্রীদের আশ্বস্ত করেন, আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে অফিসার ইনচার্জের আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল দশটা পাঁচ মিনিট নাগাদ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। পরে স্বাভাবিক হয় যান চলাচল।এখন দেখার বিষয় আক্রান্ত ভার প্রাপ্ত প্রধান শিক্ষক লিখিত থানায় অভিযোগ করেন কি না।