স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ ফেব্রুয়ারি : তিনজন বাংলাদেশী সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করল কুমারঘাট থানার পুলিশ। জানা গেছে, ১০ ফেব্রুয়ারি গোপন খবরের ভিত্তিতে কুমারঘাট থানাধীন নয়াপাড়া এলাকা থেকে পুলিশ তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ধৃতদের কাছ থেকে জানা যায়, গত কয়েক মাস পূর্বে তারা বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ এসে কুমারঘাটে কাজ শুরু করে।
তাদের মধ্যে তিনজনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারে। ধৃতদের নাম কুখন মিয়া, আবিদ মিয়া ২৬, জুয়েল মিয়া এবং দালালের নাম আশিক উদ্দিন। অভিযুক্ত দালালের বাড়ি ঊনকোটি জেলার ইরানি থানাধীন টিলা বাজার এলাকায়। পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি মামলা হাতে নিয়ে বুধবার দুপুরে কৈলাশহর জেলা আদালতে প্রেরণ করেছে।