Monday, March 17, 2025
বাড়িরাজ্যরাজ্যে আকাল এরিথ্রোপোয়েটিন ইনজেকশন, বিপাকে পড়েছে কিডনি রোগীরা

রাজ্যে আকাল এরিথ্রোপোয়েটিন ইনজেকশন, বিপাকে পড়েছে কিডনি রোগীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ ফেব্রুয়ারি : রাজ্যে তীব্র সংকট এরিথ্রোপোয়েটিন ইনজেকশন। কিডনি আক্রান্ত রোগীদের গত কয়েকদিন ধরে মিলছে না এরিথ্রোপোয়েটিন ইনজেকশন। আইরন ইনজেকশন দ্বারা রোগীদের পরিষেবা দিয়ে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। কিন্তু আইরন ইনজেকশন নিয়ে সঠিক সময় মতো সুস্থ হতে পারছে না রোগীরা। খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ মৃদুল দাস জানান, হাসপাতালে কিডনি আক্রান্ত রোগীদের এরিথ্রোপোয়েটিন ইনজেকশন নেই। যাদের শরীরে হিমোগ্লোবিন অত্যন্ত কম তাদের জন্য এরিথ্রোপোয়েটিন ইনজেকশন প্রয়োজন হয়।

বাকি কিডনি আক্রান্ত ডায়ালিসিস হওয়া রোগীদের এরিথ্রোপোয়েটিন ইনজেকশনের প্রয়োজন হয় না। আগরতলা এন এইচ এম স্টোর, খোয়াই সিএমও স্টোর এবং জেলা হাসপাতালেও এরিথ্রোপোয়েটিন ইনজেকশন নেই বলে জানান তিনি। তিনি জানান এরিথ্রোপোয়েটিন ইনজেকশনের জন্য সিএম ও -র সাথে কথা হয়েছে, পাশাপাশি চিঠি পর্যন্ত লিখেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত ইনজেকশন হাতে পৌঁছাচ্ছে না বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, এরিথ্রোপোয়েটিন ইনজেকশন ছাড়া আইরন ইনজেকশন প্রচুর রয়েছে। বিকল্প হিসেবে রোগীদের আয়রন ইনজেকশন দেওয়া হচ্ছে।

তবে এরিথ্রোপোয়েটিন ইনজেকশন রোগীর শরীরে গোড়া থেকে হিমোগ্লোবিন বৃদ্ধি করে, আইরন ইনজেকশন সরাসরি হিমোগ্লোবিনের কাজ করে বলে জানান তিনি। তিনি আরো জানিয়েছেন, নিশ্চিত নয় কবে নাগাদ এরিথ্রোপোয়েটিন ইনজেকশন তাদের হাতে আসবে। আপাতত কাজ পরিচালনা করছে আইরন ইনজেকশনের মাধ্যমে। অথচ প্রাথমিক ধারণা আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তাদের হাতে চলে আসবে ইনজেকশন। তবে প্রশ্ন হলো দীর্ঘদিন ধরে ইনজেকশন রাজ্যে সংকট জনক অবস্থায় থাকার পরও কেন সংশ্লিষ্ট দপ্তরের কোন মাথা ব্যথা নেই? প্রতিদিন হাসপাতালে এসে রোগীদের অবস্থা সংকটের মধ্যে পড়ছে এই ইনজেকশনের জন্য। অথচ দপ্তরের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন ঘটা অনুষ্ঠান সকাল থেকে রাত পর্যন্ত জারি রয়েছে। আর সেসব অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের বুলি চড়িয়ে যাচ্ছেন দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য