স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১০ ফেব্রুয়ারি : সুশাসন জানালায় হাতে আইন তুলে নিচ্ছে আমজনতা। এবার চোর সন্দেহে পিটিয়ে খুন এক ব্যক্তিকে খুন করল এলাকাবাসী। ঘটনা বিলোনিয়া মহকুমা বাঁশপদুয়া নবোদয় বিদ্যালয়ে। মৃতের নাম বাবুল মিয়া। বয়স পঁয়ত্রিশ বছর। ঘটনার বিবরণে জানা যায় বাবুল মিয়া নবোদয় বিদ্যালয়ের চুরি করতে গিয়েছিল।
কিন্তু ধরা পড়ে গনপিটুনিতে একেবারে বেঘোরে প্রাণ হারালো অভিযুক্ত চোর। তার বাড়ি মুজাফর কলোনি এলাকায়। সোমবার সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশ ছুটে যায় বিলোনিয়া বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের সামনে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন। খবর পেয়ে ছুটে আসে বাবুল মিয়ার পরিবারের লোকজন। কান্নায় ভেঙ্গে পরে পরিবারের লোকজন। গনপিটুনির ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের চত্বরে। তার বিরুদ্ধে অভিযোগ বাবুল মিয়া বিদ্যালয়ের দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর এলাকাবাসী গনপিটুনিতে দিয়ে বেঁধে রাখে অভিযুক্ত বাবুল মিয়াকে। এই জনরোষে তার মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ।