স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১০ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির চরম অভাব। যার কারণে গত তিন বছর ধরে এস টি জি টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। সোমবার মুখ্যমন্ত্রী বাড়ি ফের একবার ঘেরাও করে এমনটাই অভিযোগ তুললেন ২০২২ সালের এস টি জি টি -র চাকুরি প্রত্যাশারা। তারা এদিন দাবি করেন দীর্ঘ তিন বছর ধরে সরকার তাদের চাকুরি ঝুলিয়ে রেখেছে।
বহু প্রত্যাশা নিয়ে তারা দিনের পর দিন বসে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে দাবি করেন এসটিজিটির বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। কিন্তু এখন পর্যন্ত এমন কোন খবর নেই চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের কাছে। তারপরও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের একটাই দাবি যাতে যতজন পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের সকলকে যাতে দ্রুত নিয়োগ করে রাজ্য সরকার।
তারা আরো বলেন এই বিষয় নিয়ে রাজ্যের পূবর্তন মুখ্যমন্ত্রীর কাছে বহুবার গিয়েছে। তিনি আশ্বস্ত করেছেন দ্রুত নিয়োগ করা হবে। কিন্তু বিধানসভা নির্বাচনের কারণে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যায়। তারপর এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কোন নাম গন্ধ নেই সরকারের। তারা উদ্বেগ প্রকাশ করে আরো বলেন যেহেতু মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের মন্ত্রী তাই বারে বারে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে তারা আসে। অথচ পুলিশ তাদের লোকনাথ মন্দির সংলগ্ন এলাকাতেই আটকে দেয়। পাশাপাশি তারা বলেন এস টি জি টি -র প্রচুর শূন্য পদ পড়ে থাকার পরও তাদের নিয়োগ করতে অসুবিধা কি সেটা তারা বুঝতে পারছে না। অথচ এই সরকার দাবী করছে সরকার নাকি শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাহলে জাতির মেরুদন্ড রাস্তায় কেন? স্কুলে হওয়ার প্রয়োজন বলে মনে করেন তারা। এদিকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তবে তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েও বলেন যেহেতু মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী ডাঃ মানিক সাহা, তাই তারা বারংবার আসবে।