স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১০ ফেব্রুয়ারি : সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে বেটি বাঁচাও বেটি পড়াও -এর উপর প্রাক ধারণা এবং প্রাক প্রাকৃতিক রোগ নির্ণয়ের কৌশল আইন সম্পর্কিত এক শীর্ষক জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার।
তিনি কর্মশালায় বক্তব্য রেখে বলেন, দশ বছর আগে কেন্দ্র সরকার বেটি বাঁচাও বেটি পড়াও -এর উপর একটি প্রকল্প আনে। এই প্রকল্প কিভাবে গোটা দেশে চালু করা যায় এবং ত্রিপুরাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মেয়ে সন্তান নিয়ে মানুষের মধ্যে যে ভুলভ্রান্তি থাকে সেটা কিভাবে সমাজ থেকে দূর করা যায় এ বিষয়ে মানুষকে বোঝানোর দায়িত্ব নেওয়া হয়। এ ধরনের অনুষ্ঠান আগামী দিন মানুষের ভুলভ্রান্তি দূর করতে সহযোগিতা করবে বলে অভিমত ব্যক্ত করে জেলাশাসক। আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ আলট্রা সনোলজিস্টরা উপস্থিত ছিলেন।