Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যনেশা সামগ্রী সহ পুলিশ গ্রেফতার করল তিন যুবককে

নেশা সামগ্রী সহ পুলিশ গ্রেফতার করল তিন যুবককে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ পুলিশ গ্রেফতার করল তিন যুবককে। রাজধানীর বটতলা বাজার থেকে  অভিযুক্ত নেশা কারবারিদের গ্রেফতার করেছে বটতলা ফাঁড়ি ও পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে পুলিশ।

এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে তিনজন যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, চৌদ্দগ্রাম বাউন সুগার সহ একটি বাইক আটক করে। ধৃতরা হলো গান্ধীগ্রাম এলাকার সুমন ঘোষ, হাঁপানিয়া এলাকার সহদেব দেবনাথ এবং নাগেরজলা এলাকার অঙ্কিত দেব। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। বাইকের নম্বর টি আর ০১ ভি ৮৭৮৭। তিনি আরো জানান এ ধরনের অভিযান আগামী দিন অব্যাহত থাকবে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ৫০,০০০ টাকা বলে জানান তিনি। উল্লেখ্য নেশা বাণিজ্যের বড় আস্তানা গড়ে উঠেছে বটতলা বাজারে। একটা বড় অংশের ব্যবসায়ী নেশা কারবারীর সাথে জড়িত। তারা একটি বড় চক্র তৈরি করে যুবকদের নেশার কারবারির সাথে মিশিয়েছে। পুলিশ নেশা কারবারীদের জালে তুললেও বড় মাথা জালে তোলার নাম নিচ্ছে না। কোন এক অদৃশ্য কারণে তাদের পার পাইয়ে দিচ্ছে পুলিশ। কিন্তু এই অদৃশ্য কারণে বটতলা ও নাগেরজলা সহ আশপাশ এলাকার পরিস্থিতি উদ্বেগজনক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য