Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যগাড়ি ও বাইক নিয়ে এসে দুঃসাহসিক ডাকাতি

গাড়ি ও বাইক নিয়ে এসে দুঃসাহসিক ডাকাতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৫ ফেব্রুয়ারি :আবারো ডাকাতের হানা। ঘটনা মঙ্গলবার রাত সাড়ে আটটার নাগাদ দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকার মোতেহার হোসেনের বাড়িতে। বাড়ির মালিকের কাছ থেকে জানা যায়, তার বাড়িতে চারজন ডাকাত প্রবেশ করে মঙ্গলবার রাতে। চারজনের মধ্যে একজন ঘরের বাইরে দাঁড়ায়, বাকি তিনজন ঘরে ঢুকেই বাড়ির মালিক মোতেরার হোসেনকে প্রচন্ডভাবে কিল ঘুসি দিয়ে টাকা দেওয়ার জন্য দাবি করে।

 তারপর বাঁচার তাগিদে সব টাকা পয়সা ও স্বর্ণালংকার দিয়ে দেয়। এমন ঘটনা কাঠালিয়া ব্লক এলাকা বিগত কয়েক বছর ঘটেনি। যদিও এই ডাকাতের ঘটনা বাড়ির সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে। ডাকাতের দল বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে থানায় ফোন করে জানায়। পুলিশ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায়। তবে পুলিশ গিয়ে ডাকাতের দলটিকে আটক করার জন্য সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছুক্ষন সন্ধান চালায়। বুধবার বিকেল বেলায় বাড়ির মালিক মোতেহার হোসেন অসুস্থ অবস্থায় যাত্রাপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে রাজ্যের মধ্যে ডাকাতির ঘটনা নতুন সংস্করণ নয়। রাজ্য পুলিশ বারংবার ডাকাতির ঘটনার তদন্ত নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন দেখার বিষয় এই ঘটনার তদন্তে নেমে কতটা সফলতা অর্জন করতে পারে, নাকি আবারো ব্যর্থতার পরিচয় দেয় পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য