স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জানুয়ারি : বিশালগড় পুর পরিষদ এবং বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশালগড় বাইপাস মুখ সংলগ্ন দোকানে অভিযান চালিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত দুই ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়।
বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ ভট্টাচার্য জানান বিভিন্ন মুদি দোকানে এবং হোটেলে অভিযান চালিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। দুইটি দোকান থেকে এক হাজার টাকা করে মোট ২০০০ টাকা আর্থিক জরিমানাও করা হয়। এদিন প্রথমবারের মতো দোকান মালিকদের সর্তক করা হয়েছে। তারপরেও প্লাস্টিক কেরিব্যাগ ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।