স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জানুয়ারি : বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলের দেশে ধনী ও গরিবের ব্যবধানটা ভারসাম্যহীন হয়ে পড়েছে। সিপিআইএমের চব্বিশ তম রাজ্য সম্মেলন কে কেন্দ্র করে প্রকাশ্য সমাবেশে এমনই অভিমত ব্যক্ত করলেন সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। বুধবার থেকে শুরু হলো সিপিআইএমের চব্বিশ তম রাজ্য সম্মেলন। এদিন দুপুরে এই সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সমাবেশ হল রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে। আগরতলার টাউন হল থেকে মিছিল করে দলীয় কর্মী সামর্থকরা যোগ দেয় এই প্রকাশ্য সমাবেশে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত।
তিনি কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন। গত এক দশকে দেশে এক শতাংশ লোকের হাতে ৪০ শতাংশ সম্পত্তি রয়েছে। দেশে বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি যেভাবে বেড়ে চলেছে ঠিক তেমনি ধনী এবং গরিবের মধ্যে ব্যবধানটা ও ভারসাম্যহীন হয়ে পড়েছে। সিপিআইএমের চব্বিশ তম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করেছেন সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। ত্রিপুরার প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে তিনি বলেন ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে হয়েছে সব উল্টো। বেকার সমস্যা চরমে। সাধারণ পরিবারের পক্ষে শিক্ষা গ্রহণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রেগার মাধ্যমে কর্মসংস্থান ও হারিয়ে যেতে চলেছে।
এদিকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন গত ১১ বছর ধরে আরএসএসের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রাধান্যে কয়েকটি দলকে নিয়ে একটি সরকার চলছে কেন্দ্রে। স্বাধীনতার পর থেকে এরকম আপাদমস্তক জনবিরোধী সরকারকে দেখা যায়নি। বিশেষ করে শ্রমিক-কৃষক, ক্ষেতমজুর- দিনমজুর,উপজাতি, তপশিলি,ওবিসি, সংখ্যালঘু ছোট মাঝারি ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী,বেকার যুবক-যুবতী, কিংবা সাধারণ মানুষের উপর আক্রমণ করতে এ ধরনের সরকার এর আগে কোনোদিন দেখা যায়নি। ত্রিপুরায় দীর্ঘ ২৫ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তার আগে ৫ বছর ছিল কংগ্রেস নেতৃতাধিন জোট সরকার। আর বর্তমানে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার চলছে। এই তিনটি সরকারের আমলে মানুষের অভিজ্ঞতা অর্জন হয়েছে। কিন্তু মানুষ এবারে বলছে ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার কে ক্ষমতায় এনে তারা ভুল করেছে। BYTE MANIK
এদিকে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আবারো বাক বর্শা নিক্ষেপ করলেন মুখ্যমন্ত্রীর উপর। তিনি বলেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র বিজেপি দলের মুখ্যমন্ত্রী নয়। ত্রিপুরা রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। এই প্রকাশ্য সমাবেশে যোগ দিতে আসা সিপিআইএমের কর্মী সমর্থকরা রক্তাক্ত হয়েছে খুমুলুঙ এ। আর পুলিশ প্রশাসন কেবলমাত্র কাঠের পুতুলের মতো ভূমিকা পালন করেছে। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এদিন আরো বলেন যারা তিপ্রাসা ও থ্যাংসা শব্দ ব্যবহার করে চলেছেন আসলে তিপ্রাসা শব্দটা হচ্ছে তাদের কাছে এটিএম কার্ড আর থ্যাংসা শব্দ টা হচ্ছে তাদের কাছে পাসওয়ার্ড।