Monday, February 10, 2025
বাড়িরাজ্যউৎসবপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে ফটিকরায়ে সূচনা হল মিলন মেলা

উৎসবপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে ফটিকরায়ে সূচনা হল মিলন মেলা



কুমারঘাট (ত্রিপুরা), ২৯ জানুয়ারি (হি.স.) : উৎসবপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে ঊনকোটি জেলার ফটিকরায়ে বুধবার থেকে শুরু হল মিলন মেলা। এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এবং ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ফটিকরায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে আয়োজিত মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী তথা মেলা কমিটির চেয়ারম্যান সুধাংশু দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলিপ কুমার চাকমা সহ অন্যান্যরা।

১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। উদ্বোধকের ভাষণে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, মেলা হল প্রাণের উৎসব। শহরের মেলার তুলনায় গ্রামীণ মেলায় মনের টান থাকে অনেক বেশি। আর তাই এসব মেলা পরিনত হয় মিলন ক্ষেত্রে। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আগে ত্রিপুরাকে উপেক্ষিত রাখা হত নানান দিক থেকে। কিন্তু বর্তমানে উত্তরপূর্বাঞ্চলের সাথে গুরুত্ব দিয়ে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে ব্যাপকভাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলা কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, গ্রামীণ এলাকার শিল্পীদের মেধাকে তুলে ধরতে এবং এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য ও নেশাগ্রস্ত যুব সমাজকে সাংষ্কৃতিক আঙিনার দিকে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন। প্রসঙ্গত, উদ্বোধনী অনুষ্ঠানে ‘মিলনানন্দ’ নামে স্মরণিকার আবরণ উন্মোচন করেন অতিথীরা। মেলায় খোলা হয়েছে বিভিন্ন সরকারী বেসরকারী প্রদর্শনী স্টল। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে স্থানীয় শিল্পীদের সাংষ্কৃতিক অনুষ্ঠান ও মিউজিক্যাল নাইট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য