স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ জানুয়ারি : কোন মাঠ না পাওয়া গেলেও বামপন্থীদের সমাবেশ কে আটকানো যাবে না। মানুষকে বিজেপি সরকার আটকাতে পারবে না। সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার এই কথাগুলি বলেন। তিনি আরো বলেন ২০২৩ সালে প্রকৃতপক্ষে বিজেপি ক্ষমতায় আসেনি একমাত্র মথার প্রতারণায় ক্ষমতায় আসতে পেরেছে এই রাজ্যে বিজেপি। ২০১৮ সালে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। মানুষ ধীরে ধীরে সবকিছু পরিষ্কারভাবে বুঝতে শুরু করেছে তাই বামপন্থীদের মিছিল মিটিং সমাবেশ কে দাবিয়ে রাখতে চাইছে বিজেপি। ২৯ শে জানুয়ারি সমাবেশের জন্য একের পর এক মাঠ বাতিল করছে কিন্তু এরপরও তারা কোনোভাবেই মানুষকে আটকাতে পারবেনা,আগরতলায় ব্যাপক হারে কর্মী সমর্থকদের উপস্থিতিতে সমাবেশ করবে বামফ্রন্ট। সোমবার গোলাঘাটি বিধানসভার কাঞ্চন মালা এলাকার প্রবী ণ বামপন্থী নেতা সুনীল দেবনাথের অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।। উনার বাড়িতে সাংবাদিকদের সামনে এ কথাগুলি বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার সিপিআইএমের প্রাক্তন প্রধান তথা দলের সক্রিয় নেতা সুনীল দেবনাথ কোন এক সময় এলাকায় জাতি ধর্ম দলমত নির্বিশেষে সম্মানের স্থান ছিলো যা এখনো রয়েছে। তিনি দলের কাছে যেমন সম্মানের ছিলেন তার পাশাপাশি এলাকার প্রতিটি মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন।বিগত বাম আমলে এলাকার যে কোন মীমাংসা সভায় সিপিআইএম নেতা সুনিল দেবনাথের কথাই ছিল শেষ কথা। দল মত নির্বিশেষে অসহায় মানুষজন সঠিক বিচারের আশায় ছুটি আসতেন তার কাছে।বয়সের বার্ধক্যজনিত কারনে সুনীল দেবনাথ দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন। সোমবার দুপুরে প্রবীণ সিপিআইএম নেতা সুনীল দেবনাথের অসুস্থতার খবর পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কাঞ্চনমালা স্থিত উনার নিজ বাড়িতে ছুটে আসেন, সাথে ছিলেন মহকুমা এবং অঞ্চল কমিটির অন্যান্য সিপিআইএম নেতারা। এদিন মানিক সরকার সুনীল দেবনাথ সহ উনার ছেলে শেখর দেবনাথ সহ পরিবারের সকলের সাথেই দীর্ঘক্ষণ বসে কথাবার্তা বলেন এবং অসুস্থ সুনীল দেবনাথের শারীরিক খোঁজ খবর নেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করতে গিয়ে বলেছেন বর্তমান বিজেপি সরকার সাধারণ মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সরকারে এসেছে এবং ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ বুঝতে পারছে তারা মিথ্যা প্রলোভনের শিকার হয়েছিলেন। তিনি এদিন আরো বলেছেন স্বাধীনভাবে বসবাস করতে হলে শাসক দলের হুমকিকে উপেক্ষা করে প্রতিবাদ করে তুলতে হবে।