স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৫ জানুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর আড়ালিয়া পঞ্চবটী বাজারে। শুক্রবার গভীর রাতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। রাত্রি আনুমানিক ২ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারন করে। পরবর্তী সময় ছুটে আসে দমকলের আরও দুইটি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকল বাহিনীর ৩ টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
ততক্ষণে বাজারের ১২ টি দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত এক দোকানদার জানান দমকল বাহিনীর একটি ইঞ্জিন প্রথমে এসেছে। যদি দমকল বাহিনীর বাকি দুইটি ইঞ্জিনও প্রথমে আসত তাহলে হয়তো আরও কয়েকটি দোকান আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হতো। কি ভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা কেউই বুঝতে পারছেন না। ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা হবে বলে জানান তিনি। এইদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত পঞ্চবটী বাজার পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্ত দোকান গুলি সরজমিনে ঘুরে দেখার পর বলেন তহশিলদার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। মহকুমা শাসক ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে যা যা সাহায্য সহযোগিতা করা যায় তা করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন পুনরায় ব্যবসা শুরু করতে পারে তার জন্য সহযোগিতা করা হবে।