স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল : বৃহস্পতিবার আগরতলা স্টেট গেস্ট হাউসে কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাও সাহেব পাতিল দানবে রেল মন্ত্রকের আধিকারিকদের গুরুত্বপূর্ণ বৈঠক করেন। রেল আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বৈঠকে আখাউড়া-আগরতলা রেল প্রকল্প চলতি বছরের সেপ্টেম্বর মাসে মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা যায়।
কারণ বাংলাদেশের রেলমন্ত্রীও আখাওড়া সীমান্তে রেল প্রকল্পের কাজের কচ্ছপের গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাই সেদিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে। তবে এদিনের বৈঠকে পর এ বিষয়ে কোন কিছু জানাননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুক্রবারও আরেক প্রস্থ বৈঠক হবে। সেই বৈঠকে আগরতলা- আখাউড়া রেল পথ নির্মাণের বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাও সাহেব পাতিল দানবে জানান উত্তর পূর্বাঞ্চলে রেলের যে সমস্ত প্রকল্প গুলি চলছে তার কাজের অগ্রগতি পর্যালোচনা করতে বৈঠক করা হয়েছে। রেল দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছ থেকে এই প্রকল্পগুলির বিষয়ে অবগত হন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রকল্প গুলির কাজ শেষ করা হবে বলে জানান তিনি। আগরতলা মহারাষ্ট্র রেল চালানোর প্রস্তাব রেল দপ্তরের কাছে পাঠানো হয়েছে। তা বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানান।