Friday, February 7, 2025
বাড়িরাজ্যআগরতলা শহরে বুকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে মহিলা শ্রমিকদের নিরাপত্তার দাবি করল...

আগরতলা শহরে বুকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে মহিলা শ্রমিকদের নিরাপত্তার দাবি করল বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে এমনটাই অভিযোগ তুলে শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছে সিআইটিইউ। শুক্রবার আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সরকারের সমালোচনা করেন রাজ্যের প্রাক্তন শ্রম মন্ত্রী মানিক দে। এদিন মিছিলটি শুরু হয় সি আই টি ইউ রাজ্য কার্যালয়ের সামনে থেকে। দাবি তোলা হয় দোকান ও সংস্থা আইন সংশোধন প্রত্যাহার করতে হবে। এবং মহিলা শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা বিপন্ন করা চলবে না।

এই দাবি নিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ। প্রাক্তন শ্রম মন্ত্রী মানিক দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, গোটা দেশে এক অরাজক পরিস্থিতি কায়েম হয়েছে। বিশেষ করে গরিব শ্রমজীবী মানুষের জন্যই পরিস্থিতি কায়েম হয়েছে। কারণ তারা শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে। কেন্দ্র সরকার এই শ্রমজীবী অংশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির একই পথে হাঁটছে। সম্প্রতি লক্ষ্য করা গেছে আইটি সেক্টরের মালিকরা মহিলা শ্রমিকদের রাতের বেলা কাজের আইনি সুযোগ দাবি করেছে। কারণ রাতের বেলা মহিলা শ্রমিকদের যদি কাজের সুযোগ দিতে হয় তাহলে মহিলাদের রাতের বেলা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিশেষ করে মহিলাদের রাতের বেলা বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিতে হবে এবং প্রয়োজনে যেসব মহিলারা কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করবে তাদের রাতের বেলা থাকার জন্য সঠিক বন্দোবস্ত করতে হবে। কিন্তু লক্ষ্য করা গেছে এই দায়িত্ব নিতে অস্বীকার করছে আইটি সেক্টরের ম্যানেজমেন্ট।

 তাই এক বিরোধিতা করা হচ্ছে। এর প্রতিবাদে লড়াইয়ে নেমেছে সিআইটিইউ। এবং ত্রিপুরা সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কেন্দ্রের পথে পরিচালিত হয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার বিধানসভায় এই বিল পাস করিয়ে নিয়েছে। কিন্তু রাজ্যে মহিলাদের ধর্ষণ এবং ধর্ষণের পর খুন সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে। এর থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। তাই আন্দোলনে নেমে এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারকে বাধ্য করা হচ্ছে আইন লাগু করার আগে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এমনটাই জানান তিনি। আয়োজিত বিক্ষোভ মিছিলের পর শ্রম কমিশনার দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। পরবর্তী সময়ে ডেপুটেশন প্রদান করা হয় শ্রম কমিশনারের উদ্দেশ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য