স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : নয়া অভিজ্ঞতা সঞ্চয় করল দমকল কর্মীরা। শুক্রবার সকাল সাড়ে আটটার নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন লোকনাথ মন্দিরের বিপরীত পাশে মাটির নিচে বিদ্যুতিক লাইনের যে কন্ট্রোল বক্স রয়েছে, তার মধ্যে ভয়াবহ অগ্নি কান্ড সংগঠিত হয়। বক্সের বাইরে দিয়ে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ছুটে যায় বিদ্যুৎ নিগমের কর্মীরা। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জল দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বিদ্যুতিক কর্মীরা তাদের বাধা দেয়।
দমকল কর্মীদের কার্বন ডাই অক্সাইড গ্যাস দেওয়ার জন্য বলেন বিদ্যুৎ কর্মীরা। তখন কার্বন-ডাই-অক্সাইড গ্যাস দেওয়ার পর আগুন বেশি দূর ছড়াতে পারেনি। তারপর ঘটনাস্থলে ছুটে আসে মাটির নিচে বিদ্যুতিক লাইনের কাজের দায়িত্বে থাকা টেকনিশিয়ানরা। তারা এসে বিদ্যুতিক বক্সটি খুলে নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেওয়ার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে জল দেয়। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। মাটির নিচের বিদ্যুতিক লাইনের কন্ট্রোল বক্সে আগুন লাগলে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় সে সম্পর্কে অনেকে দমকল কর্মী অভিজ্ঞ নয়। ফলে যেকোনো ঝুঁকিতেই পড়তে হতে পারে দমকল কর্মীদের। যাইহোক এ দিন খুব সহজে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এক দমকল কর্মী জানান, প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে ধোঁয়াশায় রয়েছে দমকল কর্মীরা।