স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৭ জানুয়ারি : আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন থিমের উপর বর্ণাঢ্য অনুষ্ঠান করবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। সরকারিভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের ঘোষণা দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার। তিনি বলেন, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেবে। অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেরা স্বেচ্ছাসেবক ও ভলেন্টিয়ার এবং মেয়েরা শঙ্খ বাহিনীতে অংশ গ্রহণ করবে।
কারণ এ বছর তারা পরীক্ষার্থী। তাই তাদের যাতে অগ্রিম কোন প্রস্তুতি নিতে না হয় তার জন্য শঙ্খ বাহিনী এবং স্বেচ্ছাসেবক হিসেবে তাদের অনুষ্ঠানে দায়িত্ব দেওয়া হবে। এই অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন এবং বেলুন উত্তোলনের পর শুরু হবে শোভাযাত্রা।
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হবে। বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের মূল অনুষ্ঠানটি হবে। ইতিমধ্যে ছাত্রছাত্রীরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। এবছর যে থিম গুলোর উপর বর্ণাঢ্য অনুষ্ঠান করা হবে সেগুলোই হল সবাই মিলে গর্ব মুরা নিপুন ত্রিপুরা, আমাদের স্মরণে মননে আজও উজ্জ্বল নেতাজি সুভাষ, যুগে যুগে অবতীর্ণ যশশ্রী নারী, স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত ভগিনী নিবেদিতা ও তার অনুগামীবৃন্দ ইত্যাদি। তিনি আরো জানিয়েছেন বিগত বছর গুলির মতো এ বছরও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর উপলক্ষে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিদ্যালয়ে নাম নথিভুক্ত করেছে। তারাও এই অনুষ্ঠানে অংশ নেবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।