স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৭ জানুয়ারি : পুলিশ সপ্তাহ উপলক্ষে শুক্রবার থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে রাজ্য পুলিশ কর্মীদের এবং তাদের ছেলে মেয়েরা আঁকা ছবি ও শিল্প কর্ম প্রদর্শনী শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার হাত ধরে সাত দিনব্যাপী এই কর্মসূচি উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী এই প্রদর্শনীতে গিয়ে আপ্লুত হয়ে শিল্পীদের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, পুলিশ সম্বন্ধে অনেকের নানা ধারনা রয়েছে।
কিন্তু পুলিশের কাজ অত্যন্ত কঠিন। সারা বছর মানুষের জন্য তারা সঠিকভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশ সপ্তাহ উপলক্ষে অংকন প্রদর্শনীতেও অংশ নেয়। এটা তাদের একটা বড় প্রতিভা। মুখ্যমন্ত্রী আর বলেন, তাদের মধ্যেও যে এত অদ্ভুত শিল্প চেতনাবোধ রয়েছে তা প্রদর্শনী প্রত্যক্ষ না করলে বোঝা যায় না। এই ধরনের শিল্পকর্ম বড় ধরনের মেলায় প্রদর্শনীর উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আগামী দিন বইমেলা সহ বিভিন্ন জনপ্রিয় মেলাতে এ ধরনের প্রদর্শনী কিভাবে তুলে ধরা যায় এর জন্য চেষ্টা করা হবে। কারণ পুলিশ নিয়ে সব সময় একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। তারাও মানুষ এবং তাদের মধ্যেও সৃষ্টি করার ক্ষমতা আছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরে আঁকা ছবি ও শিল্প কর্ম প্রদর্শনী পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।