স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : বিধ্বংসী আগুন বৈদ্যুতিন খবরের চ্যানেলে। বুধবার সকালে কর্নেল চৌমুহনি স্থিত চ্যানেলে বাড়ির মালিক আগুন দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে দমকল কর্মী এবং প্রশান্ত ভট্টাচার্য ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চ্যানেলের। এ বিষয়ে চ্যানেলের কর্ণধার জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষাধিক টাকা হবে। অগ্নিসংযোগের ঘটনাটি সম্পূর্ণভাবে নাশকতামূলক। এর পেছনে কেউ মাস্টারমাইন্ড রয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। আরো বলেন পুলিশকে সকাল সাতটার সময় ফোন করা হলেও দশটা পর্যন্ত পুলিশ দেখা মেলেনি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে স্থানীয়দের ধারণা এদিন সকালে কালবৈশাখী ঝড়ে হয়তো শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।