Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যষড়যন্ত্রের বিরুদ্ধে শাস্তি দাবি মন্ত্রী সুশান্ত চৌধুরীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে শাস্তি দাবি মন্ত্রী সুশান্ত চৌধুরীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : সাইবার অপরাধের খপ্পরে মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর নাম করে হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যাবহার করে চাওয়া হচ্ছে টাকা। নিজের সামাজিক মাধ্যমে এ কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করে বলেন, উনার নাম করে ভুয়ো হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে আর্থিক সাহায্য চেয়ে প্রতারণার জন্য মাঠে নেমেছে একটি চক্র। এই প্রতারণার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখছে ত্রিপুরা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। পুলিশের কাছে বলা হয়েছে যেন বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হয়। এবং কারা এই অপরাধের সাথে জড়িত তাদের খুঁজে বের করে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি তিনি এদিন উল্লেখ করে বলেন কেউ যেন উনার নাম নিয়ে টাকা প্রদান না করে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ধারণা করা হচ্ছে জনসমক্ষে উনার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে অঙ্গ হিসেবে খুবই সুকৌশলে চক্র এসব করাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরো জানান যেন এ ধরনের কোনো রকম এস এম এস কেউ পেলে সাথে সাথে পুলিশকে অবগত করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য