Saturday, February 15, 2025
বাড়িরাজ্যজাতীয় যুব দিবস উদযাপন

জাতীয় যুব দিবস উদযাপন

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১২ জানুয়ারি : রবিবার ১২ জানুয়ারি যুব দিবস। এ উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে বক্তব্য রেখে মন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে পালিত হয় দিনটি। স্বামী বিবেকানন্দ যুব সমাজের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস।

 তাই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ধরনের অনুষ্ঠান যুব সমাজের শক্তি, সম্ভাবনা এবং সমাজ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানোর এক মঞ্চ। যুব সমাজের উদ্যম ও উদ্ভাবনী চেতনা ভবিষ্যতের পথে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী টিংকু রায়। আয়োজিত অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য