Sunday, February 9, 2025
বাড়িরাজ্যশাসক দলের রক্তদাতা দুই অংকেও পৌঁছায় না : বিরোধী দলনেতা

শাসক দলের রক্তদাতা দুই অংকেও পৌঁছায় না : বিরোধী দলনেতা

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১২ জানুয়ারি : পূর্বতন সরকারের সময় রক্তদান শুধু বামফ্রন্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাল্লা দিয়ে বিরোধী রাজনৈতিক দলও রক্তদান শিবির করেছে। গোটা রাজ্যে রক্তদান আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু এখন মুমূর্ষ রোগীর জন্য ব্লাড ব্যাংকগুলিতে গেলে রক্ত পাওয়া যায় না। কারণ আজকে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে মানবিক চিন্তা ধারা ও মানসিকতা নেই। বরং তারা রাজনৈতিক মতাদর্শের কারণে রক্তদান না করে উল্টো রক্ত নেয়।

 কিন্তু তাদের মধ্যে আবার প্রচুর অর্থ ব্যয় করে বড় পোস্টার ছাপিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে। খোঁজ নিলে দেখা যায় ছয় থেকে সাত জন রক্ত দান করেছে। দুই অংকেও পৌঁছায় না তাদের রক্তদাতার পরিসংখ্যান। তাই সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদান শিবিরের সংস্কৃতি আগামী দিন কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দিতে হবে। রবিবার মেলারমাঠ স্থিত শিক্ষক ভবনে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন সমাজ পরিবর্তন করতে হলে চুপিসারে চেষ্টা করলে চলবে না।

 চুপিসারে মানুষের জন্য মহৎ কাজ করার মানসিকতা গত সাত বছর ধরে আমাদের দাবিয়ে রেখেছে। তাই রক্তদানের মত মহৎ কাজের মাধ্যমে সামনে আসতে হবে এবং মাথা তুলে দাঁড়াতে হবে। নাহলে মহৎ কাজ করা যাবে না। পাশাপাশি মানুষের হয়ে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এভাবেই এদিন সংগঠনের নেতৃত্বদের মনোবল চাঙ্গা করলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা আরো বলেন, রক্তদান মহৎ দান। এ ধরনের উদ্যোগ যাতে আগামী দিনও নেওয়া হয়। রক্তদানের মত মহৎ কাজের মাধ্যমে ভাতৃত্ববোধও জন্মায়। আয়োজিত রক্তদান শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য