স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি : বৃহস্পতিবার সংবিধান গৌরব অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়। আগরতলা নজরুল কলাক্ষেত্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন সংসদ রাজীব ভট্টাচার্যী। সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী তথা সংবিধান গৌরব দিবসের ইনচার্জ প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ প্রভারী রাজদীপ রায় সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রেখে বলেন ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস এবং সংবিধান দিবস। এই সংবিধানের প্রনেতা বাবাসাহেব আম্বেদকর। প্রতিবছর যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়। এ বছর একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। গৌরব দিবসের কর্মসূচি আগামী ১১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। এদিন তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, কংগ্রেস এবং বামফ্রন্ট কখনোই সংবিধানকে মান্যতা দেয়নি।
তারা সব সময় সংবিধানকে সমালোচনার অংশ হিসেবে রেখেছে। কিন্তু এই সংবিধান মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। তিনি আরো বলেন, সংবিধান নিয়ে যেভাবে অপপ্রচার চলছে তার রুখতে হবে এবং সংবিধানকে মান্যতা না দেওয়ার যে প্রবণতা তা মানুষের কাছে তুলে ধরতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। আয়োজিত অনুষ্ঠানে তিনি আর বলেন, সংবিধান সম্পর্কে মানুষের মধ্যে সাম্যক ধারণা তুলে ধরতে বিভিন্ন এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে অবগত করতে হবে। তাহলেই দেশের সংবিধানের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ আরো বেশি জাগ্রত হবে।