Sunday, January 19, 2025
বাড়িরাজ্যমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডঃ দুলাল দে এই কথা জানান। তিনি বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের এ এম ফর্ম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এ এইচ ফর্ম সঠিকভাবে পূরণ করে নিজ নিজ বিদ্যালয়ে জমা দিতে হবে।

বিদ্যালয়ের সেগুলি সংরক্ষিত থাকবে। দ্বিতীয়ত, সতর্কতার সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেগুলার পরীক্ষার্থীদের আইএ প্রাপ্ত নম্বর, প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর এন্ট্রি করতে হবে। পাশাপাশি কোন পরীক্ষার্থী যদি কোন বিষয়ে আইএ, প্রাকটিক্যাল পরীক্ষায় অনুপস্থিত থাকে তবে তার ক্ষেত্রে শুধুমাত্র ওই বিষয়ে আইএ, প্যাকটিকেল নম্বরের জায়গায় এ এন্ট্রি করতে হবে। এক্সটার্নাল পরীক্ষার্থীদের কোন আই এ বা প্র্যাকটিক্যাল নম্বর এন্ট্রি করতে হবে না। শুধুমাত্র সেভ, পরীক্ষার ফি -র ফাইনাল সাবমিশন ও অনলাইন পেমেন্ট করতে হবে।

 প্রত্যেক পরীক্ষার্থীর ভেরিফিকেশন রিপোর্টগুলির প্রিন্ট আউট নিয়ে সাবজেক্ট আই এ, প্র্যাকটিক্যাল নম্বর ও ফটো যথাযথ ভাবে নজরদারি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর নেওয়ার পরেই অনলাইন পেমেন্ট করে ফাইনাল সাবমিশন করতে হবে। ফাইনাল সাবমিশনের পর কোন অবস্থাতেই আইএ, প্রাকটিক্যাল নম্বর পরিবর্তন করার জন্য পর্ষদ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা যাবে না। তিনি আরো জানিয়েছেন এক ফেব্রুয়ারি বিকাল পাঁচটার মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত ভেরিফিকেশন রিপোর্টগুলি পর্ষদের জমা দিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য