Wednesday, January 8, 2025
বাড়িরাজ্যবালি বোঝাই ট্রিপার সহ ভেঙে পড়ল ব্রিজ

বালি বোঝাই ট্রিপার সহ ভেঙে পড়ল ব্রিজ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৫ জানুয়ারি : পূর্ত দপ্তরের গাফিলতি এবং গাড়ি চালকের অসাবধানতার কারণে বালি বোঝাই ট্রিপার সহ ভেঙে পড়ল ব্রিজ। ঘটনা বিলোনিয়া-শান্তিরবাজার সড়কের ছয়ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায়। জানা যায়, গত আড়াই মাস আগে ভয়াবহ বন্যায় ভেঙ্গে গিয়েছিল শান্তিরবাজার এবং বিলোনিয়া যাতায়াতের মূল সড়কের ছয়ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় এই ব্রিজটি। পরবর্তী সময়ে বিলোনিয়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে এক মাস পর অন্য কোথাও থেকে পুরনো একটি ব্রিজের সরঞ্জাম এনে এখানে হেগিং ব্রিজ তৈরি করে দেওয়া হয়।

 সেই ব্রিজ তৈরি করার এক মাসের মধ্যেই আবার বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে ছিল। তখন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়। এই সংবাদ দেখে দপ্তরের আধিকারিকরা পরের দিন কাজে হাত লাগায় এবং বেশ কিছু নতুন সরঞ্জাম লাগিয়ে ব্রীজ করেন। ‌তবে দপ্তরের পক্ষ থেকে ছোট্ট পরিসরে একটি সাইনবোর্ড লাগানো হয়, যে ৮ টনের উপর পন্য নিয়ে এ রাস্তা দিয়ে যান চলাচল করতে পারবে না। কিন্তু যেভাবে সাইনবোর্ড লাগানো হয়েছে সেই সাইনবোর্ড কোন যানচালকদের নজরেই পড়ে না। যার ফলে যান চালকরা এখান দিয়ে চলাচল করছে। কিন্তু অসাবধানতার কারণে রবিবার এই ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। বালি বোঝাই ১০ চাকার বালি বুঝাই এই ট্রিপার গাড়িটি বিলোনিয়ার দিক থেকে শান্তিবাজার আসছিল। তখন ছয়ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এই ব্রিজের উপর উঠতেই বাঁদিকে কাত হয়ে দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা এখানে দপ্তরের গাফিলতি দিকে আঙ্গুল তুলছেন। দুর্ঘটনার পর গাড়ি চালক অল্প বিস্তারে আহত হয়। স্থানীয়দের দাবি লোহার ব্রিজ দিয়ে চলবে না, আগের মত পাকা ব্রিজ নির্মাণ করে দিতে হবে। ঘটনার পর কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে দুপুর হলেও ঘটনাস্থলে পৌঁছায়নি পূর্ত দপ্তরের কোন আধিকারিক। এ নিয়ে চরম অসন্তুষ্ট স্থানীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য