স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পূর্ব আগরতলা থানার পুলিশ। ২০২৪ সালের অক্টোবর মাসে প্রতাপগড় বসাকপাড়ার বাসিন্দা রাকেশ সাহা ও ভোলা বনিকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে উদ্ধার করে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার।
মঙ্গলবার এই স্বর্ণালঙ্কার তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। পূর্ব আগরতলা থানার ওসি জানান রাকেশ সাহা ও ভোলা বনিক ২০২৪ সালের অক্টোবর মাসে তাদের বাড়িতে চুরি হয়েছে বলে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করে তিন চোরকে। বর্তমানে তারা জেলে রয়েছে। ধৃত তিন চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করা হয় রাকেশ সাহা ও ভোলা বনিকের বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। মঙ্গলবার আদালতের নির্দেশে এই স্বর্ণালঙ্কার তুলে দেওয়া হল রাকেশ সাহা ও ভোলা বনিকের হাতে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে।