Friday, January 10, 2025
বাড়িরাজ্যরাজভবন অভিযান এবং ধর্নায় বসবে জিএমপি

রাজভবন অভিযান এবং ধর্নায় বসবে জিএমপি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৫ জানুয়ারি : রাজ্যের জনজাতি অংশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী ১১ জানুয়ারি রাজভবনে অভিযান করে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত ধর্না করবে। তারপর রাজ্যপাল ইন্দাসেনা রেড্ডি নাল্লুর কাছে জনজাতিদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দাবি সনদ দেওয়া হবে। রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ত্রিপুরা রাজ্য উপজাতি গণ মুক্তি পরিষদের নেতা তথা প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া।

এই কর্মসূচি সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের অংশ। কারণ সর্বভারতীয় স্তরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপজাতি অংশের যুবক যুবতীদের কর্ম ক্ষেত্রে যে বঞ্চনা করা হচ্ছে তার নিরিখে দাবি তোলার। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরি সহ কর্পোরেট সংস্থাগুলি এবং আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া হয় সেগুলির মধ্যেও যাতে উপজাতি অংশের যুবক যুবতীদের সংরক্ষণের ব্যবস্থা গুরুত্ব দেওয়া হয়। কারণ সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো সরকারের কাছে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে তথ্য চাওয়া হলেও সরকার সঠিক তথ্য দিচ্ছে না। তাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি ২ মাস সারা দেশব্যাপী আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়ে রাজ্যপালের কাছে দাবী সনদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে স্থানীয় কিছু সমস্যা দাবি সনদে যুক্ত হবে বলে জানিয়েছেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য