স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি : রোড সেফটি এবং খাদ্য সুরক্ষা সম্পর্কে ছাত্র ছাত্রীরা যাতে সচেতন হতে পারে তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ভোক্তা সুরক্ষার উপর রাজ্য সরকার প্রত্যেক বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এ বছরও এ ধরনের কর্মসূচির আয়োজন করেছেন। রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যাপকরা দাবি করেছেন তাদের কলেজে গিয়ে ভোক্তা সুরক্ষার উপর কর্মশালার আয়োজন করার জন্য।
সে অনুযায়ী কর্মশালার আয়োজন করা হয়েছে। অপরদিকে প্রতিবছর সরকারের পক্ষ থেকে রোড সেফটির উপর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু এ বছর কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানটির না করে বিভিন্ন কলেজে গিয়ে অনুষ্ঠানের আয়োজন করে সচেতন মূলক বিষয় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কারণ রাজ্যে প্রতি বছর ৭০০ থেকে সাড়ে সাতশো দুর্ঘটনা সংগঠিত হয়। এর মধ্যে দুই থেকে আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়। গত ১ থেকে দেড় বছরে রোড সেফটি ফান্ড থেকে কিছু অত্যাধুনিক সুরক্ষিত সরঞ্জাম এবং ইন্টার সেক্টর যুক্ত আটটি গাড়ি ট্রাফিককে দেওয়া হয়েছে। এতে দেখা গেছে বিগত বছর ২২৬ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু গত এক বছরে সেই মৃত্যুর সংখ্যা ১৩ শতাংশ হ্রাস পেয়েছে।
তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকে কলেজ গুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা হবে। কারণ ছাত্র-ছাত্রীরা যদি সচেতন না হয় তাহলে বছরে কেন্দ্রীয়ভাবে রোড সেফটির অনুষ্ঠান কোন কাজে আসবে না। তাই ট্রাফিক পুলিশ এবং উচ্চ শিক্ষা দপ্তরকে সঙ্গে নিয়ে পরিবহন দপ্তর এবং খাদ্য দপ্তরের পক্ষ থেকে এ ধরনের সচেতনমূলক কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর শুভ সূচনা হবে আগামী ১১ জানুয়ারিতে। সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলার কলেজ গুলির ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে উদয়পুর রাজর্ষি হলে। দ্বিতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি।
উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটরিয়ামে এই কুইজ প্রতিযোগিতা হবে। ২৭ জানুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলা ও খোয়াই জেলার কুইজ প্রতিযোগিতা আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। এই কুইজ প্রতিযোগিতা জন্য ছাত্র-ছাত্রীদের সিলেবাস দেওয়া হবে। সিলেবাস হবে রোড সেফটি, ভোক্তা আইন এবং নেশার বিরুদ্ধে। এবং এই কুইজ প্রতিযোগিতার পাশাপাশি একটি র্্যালির আয়োজন করা হবে। তারপর ছাত্র ছাত্রীদের পুরস্কারও বিতরণ করা হবে। ১০১ টি পুরস্কারের মধ্যে রয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, স্মার্ট টিভি। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে হেলমেট বিতরণ করা হবে। আগরতলায় বিজয়ীদের নিয়ে ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে মেগা কুইজ প্রতিযোগিতা করা হবে। আগামী দিন লক্ষ্য থাকবে যাতে বিদ্যালয় গুলিতেও এ ধরনের অনুষ্ঠান করার। আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুই দপ্তরের আধিকারিক সহ স্কুল অফ সাইন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।