স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : বৃহস্পতিবার উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বর্ষব্যাপী প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের সুচনা করা হয় দুইদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে। এইদিন প্রদীপ প্রজ্জলন করে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্যরা।
এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন অনেক বাধা বিপত্তির পর উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কেউ সৎপথে থাকলে কেউ তাকে আটকানো যাবে না। নয়া জাতীয় শিক্ষা নীতি সঠিক ভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। সময়ে সময়ে পর্যালোচনা করা হচ্ছে। শিক্ষকের সমস্যা রয়েছে। শিক্ষকের সমস্যা দূর করার জন্য সম্প্রতি তিনি রাজ্যের অর্থ মন্ত্রীর সাথে কথা বলেছেন। সহসাই শিক্ষক সমস্যার সমাধান করা হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন গুনগত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য প্রদান করা হয়। পূর্বতন শিক্ষা নীতি নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। অনেকে অনেক কথা বলেছে। কিন্তু নয়া জাতীয় শিক্ষা নীতি চালু করার জন্য কেউ কোন কিছু করে নি। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নয়া জাতীয় শিক্ষা নীতি চালু করেছেন।
বর্তমানে রাজ্যে এনসিআরটি পাঠ্যক্রম চালু করা হয়েছে। ফলে রাজ্যের ছেলে মেয়েরা বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবং সফলতা পাচ্ছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর বছর বাঁচাও প্রকল্প চালু করেছে। কেন্দ্রীয় ভাবে প্রশ্ন পত্রের ব্যবস্থা করা হয়েছে। বন্দে ত্রিপুরা নামে শিক্ষা মূলক একটা চ্যানেল চালু করা হয়েছে। এইদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান পড়ুয়াদের পাশাপাশি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।