স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : আমবাসা পুর পরিষদের ৪ নং ওয়ার্ড এলাকায় জল নিষ্কাশনের ড্রেন পরিদর্শন করলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, পুর পরিষদের সিইও তথা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, পি ডব্লিউ ডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক, ফরেস্ট এবং ডিডাব্লিউএস দপ্তরে আধিকারিকগণ। মূলত এ দিনের পরিদর্শন ছিল অর্ধ সমাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থার ড্রেনের কাজ দ্রুত সমাপ্ত করা।
ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর বলেন দুই থেকে আড়াই বছর হয়ে গেছে এই ওয়ার্ড এলাকায় জন নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজ চলছে। প্রায় ৬৫ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখনো যেটুকু কাজ সম্পন্ন হয়নি সেই কাজ এই বর্ষার মরশুমের আগেই সমাপ্ত করার লক্ষ্য নিয়ে প্রদর্শনে করেন। তিনি জানান কিছু কিছু জায়গায় ড্রেনের জায়গা নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা সমাধান করা হয়েছে। এলাকার উন্নয়নের স্বার্থে অতিদ্রুত বাকি কাজ সম্পন্ন করা হবে। এছাড়াও তিনি বলেন আমবাসা পুর এলাকার চার নম্বর ওয়ার্ডের রাস্তাটি মডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানান। ৪ নং ওয়ার্ড শান্তিপাড়া এলাকা দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটি ৭ মিটার চওড়া ও ৪ মিটার ফুটপাত থাকবে। জানা যায়, ৩ কোটি ৭৬ লক্ষ অর্থ বরাদ্দ রয়েছে এই ড্রেন নির্মাণের কাজে। এখন দেখার বিষয় কত দ্রুত কাজ সম্পন্ন হয়।