স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : ইংরেজি নববর্ষের প্রথম দিন তেলিয়ামুড়া থানার অন্তর্গত ত্রিষাবাড়ি রেল ব্রিজে রেলে কাটা পড়ে মৃত্যু উজ্জ্বলা সরকার দাস নামে এক মহিলার। জানা যায় মৃত উজ্জলা সরকার দাস দীর্ঘ দিন ধরে ইট ভাঙ্গার কাজের সাথে যুক্ত।
রেল পুলিশের এক অফিসার জানান অন্যান্য দিনের ন্যায় বুধবার উজ্জ্বলা সরকার দাস ইট ভাঙ্গার কাজ যাওয়ার জন্য রেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আগরতলা থেকে করিমগঞ্জ গামী ডেমো ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।