স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএম এর চতুর্থ উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি যখন জেলা সম্মেলনে যোগ দিতে আসেন তখনই রোজভেলির টাকা ফেরত চাই এই ব্যানারে মহিলারা একটি নীরব মিছিল করে এসে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে এসে জড়ো হয়। এখানে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে জড়িয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকে।
এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গালাগাল করতেও শোনা যায়। একপ্রকার ভাবে আমজনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এদিন। রোজভেলির টাকা স্লোগানের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে ফেরত চান তারা। এদিকে জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন কেন্দ্র ও রাজ্যে শিক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি পুঁজিপতিদের হাতে। প্রতিদিন ওষুধের দাম বেড়ে চলেছে। অভিযোগ করেন সাম্প্রতিককালে তথ্যের মাধ্যমে বেরিয়ে এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে ওষুধ বিক্রেতারা সবচেয়ে বেশি টাকা দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। গত এক বছরে কোন সমস্যার সুরাহা হয়নি। বরং সমস্যা গুলো গভীর থেকে গভীরতর হয়ে চলেছে। জেলা সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, পবিত্র কর, সহ অন্যান্য নেতৃত্ব। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।