Friday, April 25, 2025
বাড়িখেলাবছরের শেষ লগ্নেও প্রীতি ক্রিকেট খেললো জার্নালিস্ট ক্রিয়েশন ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিল...

বছরের শেষ লগ্নেও প্রীতি ক্রিকেট খেললো জার্নালিস্ট ক্রিয়েশন ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিল দাস ডেন্টাল এন্ড এসথেটিক কেয়ার।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ ডিসেম্বরঃ দাস ডেন্টাল এন্ড এসথেটিক কেয়ার এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ-প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় মঙ্গলবার । হাজারো ব্যস্ততা সত্ত্বেও বিনোদনের উদ্দেশ্যে একদিনের জন্য ক্রিকেট ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উপভোগ করতে পেরে দু-দলের খেলোয়াড় এবং আয়োজকরা অত্যন্ত আনন্দিত ।

আগামী দিনেও এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্ক জারি থাকবে বলে খেলোয়াড় এবং অতিথিদের প্রত্যেকেই অভিমত ব্যক্ত করেন। ‌ এমবিবি স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচ শুরু হয়। টস জিতে ডেন্টাল কেয়ার ক্রিকেট টিম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। জবাবে দাস ডেন্টাল কেয়ার ক্রিকেট টিম ১১.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয় এর প্রয়োজনীয় রাণ সংগ্রহ করে নেয়।

দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে সেরা ব্যাটসম্যান হিসেবে বাপন দাস, সেরা বোলার হিসেবে জাকির হোসেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সায়ন দাসকে সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। দাস ডেন্টাল এন্ড এসথেটিক কেয়ার টিমের হয়ে আশীস, আবির, আব্দুল, অনুশ্ক, আয়ুষ, প্রীতম, রূপম, কুমার, দীপ্তনু, সায়ন আদ্রিত যেমন দুর্দান্ত খেলেছেন।

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে অভিষেক, সুব্রত, জাকির, মনোজিৎ, মিলটন, বিশ্বজিৎ, প্রসেনজিৎ, বাপন, বিজয়, দিলিপ, আকাশ, দিব্যেন্দু, অনির্বাণ, রাজেশ দারুণ খেলা উপহার দিয়েছেন। ‌

খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি অনির্বাণ দেব, সম্পাদক অভিষেক দে, দাস ডেন্টাল এন্ড এসথেটিক কেয়ার এর প্রোপ্রাইটর ডঃ তমোগ্ন দাস প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জে.আর.সি-র পক্ষ থেকে ডঃ তমোগ্ন দাসকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষে সম্পাদক অভিষেক দে এবং ডেন্টাল কেয়ার এর পক্ষে ডঃ তমোগ্ন দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এবং গ্রাউন্ড স্টাফদের পাশাপাশি আম্পায়ার ও স্কোরার বিশ্বজিৎ দেবনাথ, সুদীপ দত্ত গুপ্ত ও জয়ন্ত সাহাকেও আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য