স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : মন্ত্রীদের বক্তব্য রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে আমল পরিবর্তনের এসেছে। যার সাথে আকাশ পাতাল ফারাক বাস্তব চিত্রের। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নেই অম্পি কমিউনিটি হেলথ সেন্টারে। প্রতিবাদে রাস্তা অবরোধে শামিল হল স্থানীয়রা। তাদের অভিযোগ, অম্পি কমিউনিটি হেল্প সেন্টার মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে এখানে চিকিৎসা পরিষেবা।
তাকে আবার বিভিন্ন সময়ের সরকারি কাজে হেলথ সেন্টার থেকে বেরিয়ে যেতে হয়। যার কারণে অম্পিনগর এলাকার সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়লে এই হেলথ সেন্টারে গিয়ে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। চিকিৎসার জন্য তাদেরকে ছুটে আসতে হচ্ছে আগরতলার জিবি কিংবা আইজিএম হাসপাতালে। আগরতলায় এসে চিকিৎসা করানোর মতো সম্ভব হচ্ছে না অনেকেরই। এইরকম পরিস্থিতিতে মঙ্গলবার স্থানীয়রা শুনতে পান সত্যজিৎ পাল নামের চিকিৎসক এখান থেকে বদলি হয়েছে। যার কারণে স্থানীয়রা এদিন পথ অবরোধে বসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কিন্তু স্থানীয়দের দাবি বদলি হয়ে যাওয়া চিকিৎসক সত্যজিৎ পালকে এখানে ফিরিয়ে না আনা পর্যন্ত তারা অবরোধ তুলবে না।