স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আহত এক যুবক। ঘটনা মেলাঘর ইন্দিরা নগর ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। আহত যুবকের নাম ফারুক হোসেন। জানা যায়, সে রাস্তার সঙ্গে নিজ বাড়ির সীমানার সেগুন গাছের ঢাল কাটতে গাছে উঠেন, গাছের ডাল কাটার সময় বিদ্যুতের সংস্পর্শে আসে। তখন ওই গাছ পুরোটাই বিদ্যুৎ তারের সঙ্গে শর্ট সার্কিট হয়ে পড়ে।
যার ফলে ফারুক হোসেন ওই গাছ থেকে মাটিতে পড়ে আহত হন। আহত ফারুক হোসেনকে উদ্ধার করে বাড়ির লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে মেলাঘর হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেলাঘর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে যে গাছের ডালটি বিদ্যুৎ তারের উপরে পড়েছিল সেটিকে সরিয়ে দেন। বিদ্যুৎ নিগমের কর্মীদের কাছ থেকে জানা গেছে তাদের সাথে কোন রকম যোগাযোগ না করেই গাছের ডালটি বিদ্যুতিক লাইন থেকে কাটার চেষ্টা করেছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।