স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : রাত পোহালেই বড় দিন। প্রভু যীশুর জন্ম দিন। বড়দিন উৎসব উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মের মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও আনন্দে সামিল হয়েছে। বড় দিনে কেকের চাহিদা রয়েছে বেশ। আগরতলা শহরের কেক প্রস্তুতকারী দোকান গুলিতে সেই চিত্রই পরিলক্ষিত হয়। বিভিন্ন মূল্যের কেক ক্রেতাদের চাহিদা মতো প্রস্তুত করা হয়েছে।
সর্ব্বোচ্চ চারতলা বিশিষ্ট কেইক বানিয়েছে বড় দিন উপলক্ষ্যে। কেকের চাহিদা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে বিক্রেতাদের কাছ থেকে। ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন আকারের ও মূল্যের কেক প্রস্তুত করছেন দোকান মালিকরা। একই সঙ্গে দোকানের বাইরে ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ সাজে সাজিয়ে তোলা হয়েছে। এখন অপেক্ষার প্রহর গুনছেন কেক বিক্রেতারা। প্রভু যীশুর জন্ম দিনে মাতবে গোটা রাজ্য। আনন্দে সামিল হবে সকল অংশের মানুষ। তারই মধ্যে কেক এক ভিন্ন মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য।