স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : দল অস্তিত্ব সংকটে ভুগছে। আর সাংবাদিক সম্মেলন করে নেতারা দাবি করলেন রাজনৈতিকভাবে উন্নয়ন অনেক হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবিটি করলেন আইপিএফটি -র নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, গত ২১ এবং ২২ ডিসেম্বর আইপিএফটি -র একটি প্রতিনিধি দল রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের প্রভাতী সম্বিত পাত্রা ও নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মার সাথে মিলিত হন।
একই বিষয় নিয়ে আবার দলের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র সাথে দেখা করেন। দাবি জানানো হয়, তিপরাল্যান্ড করা, ১২৫ তম সংবিধান সংশোধনী ২০১৯ -এ পাস করা হয়েছিল, এর দ্বারা আগামী ২০২৬ সালের টিটিএএডিসি-র সাধারণ নির্বাচনের আগে ভারতের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়। যাতে আগামী ২০২৬ সালের নির্বাচনের পরিবর্তে টি টি সি-র প্রথম সাধারণ নির্বাচন করা যায়। সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী ১ জানুয়ারি আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দেববর্মার তৃতীয় মৃত্যুবার্ষিকী। এদিন সমস্ত ডিভিশন কমিটি গুলি যাতে তেলিয়ামুড়া রাণীপুর স্থিত প্রয়াত সুপ্রিমো এনসি দেববর্মার সমাধিস্থলে গিয়ে মাল্যদান করেন। অপরদিকে মুঙ্গিয়াকামী কমিউনিটি হলঘরে একটি সভা করা হবে বলে জানান তিনি।