স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : সম্প্রীতি পার্লামেন্টে সংবিধানের জনক সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত মন্তব্য করেছেন। তা নিয়ে সগরম রাজ্য রাজনীতি। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলা বিমানবন্দরে পা রাখার ঘন্টা আগে এবং পরে আরো বেশি আন্দোলন তেজী করল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিন আগরতলা শহরে তারা আওয়াজ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র পদত্যাগের। তাদের অভিযোগ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর।
এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ এর প্রতিবাদ গড়ে তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এর প্রতিবাদে মিছিল ও সভা সংগঠিত করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুধন দাস, সি আই টি ইউ এর সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুধন দাস বলেন, ১৯৪৭ সালে ভারত বর্ষ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন করার আগে মানুষের অধিকার নিয়ে স্বপ্ন দেখা হয়েছিল। সেই অধিকার বাস্তবায়নের জন্য ভীমরাও আম্বেদকর দ্বারা ১৯৪৯ সালে ২৬ নভেম্বর সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করে। এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সংসদে আলোচনা চলছে। আর এই সময় দাঁড়িয়ে ডঃ বি আর আম্বেদকর নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। কিন্তু তাদের পরিচালন শক্তি আরএসএস -এর মুখপাত্র এই সংবিধানের বিরোধিতা করেছিল। তারা দাবি করে ছিল এই দেশে সংবিধান হোক মনো সংহিতা। যার মূল ভিত্তি হচ্ছে বর্ণবাদ। মানুষ বর্ণের জন্য শোষিত, অপমানিত এবং অত্যাচারিত হবে। কিন্তু তারা সফলতা অর্জন করতে পারেনি। তাই আজকে আর এস এস -এর রাজনৈতিক সংগঠন বিজেপি দলীয় এজেন্ডা কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে। যাতে সংবিধান পরিবর্তন করা যায়।
একটি তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি। এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি ইস্যুতে নিয়ে এদিন সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। তারা অভিযোগ তুলে বলেন, সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন সময়ে বিরোধী শিবির যখন আদানি ইস্যু নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী সাংসদদের কটাক্ষ করে বলেন বিরোধী সাংসদের নাকি ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর আম্বেদকর বলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্য এর তীব্র প্রতিবাদ করেছে রাজ্য কংগ্রেস। কংগ্রেস বলতে চায়, বাবাসাহেব ডক্টর ভিমরাও আম্বেদকর কংগ্রেসের ফ্যাশন নয়, বাবা সাহেব ডক্টর ভিমরাও আম্বেদকর হচ্ছে একজন ইন্সপিরেশন, বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকর একজন মোটিভেশন। কারণ সংবিধানের মধ্য দিয়ে আম্বেদকরের জন্যই দেশের প্রতিটি অংশের মানুষ তাদের অধিকার আদায় করতে পেরেছে। প্রদেশ কংগ্রেস কমিটি এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে একটি প্রতিবাদ সভা সংগঠিত করে। প্রতিবাদ সভায় কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকেরা অংশ নেয়।